রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

চিলমারীতে আইন শৃঙ্খলা কমিটির সভা 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

চিলমারীতে আইন শৃঙ্খলা কমিটির সভা 

কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নঈম উদ্দীনের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভায় চলতি মাসের ও গত মাসের উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন চিলমারী মডেল থানার ওসি মো. নাজমুস সাকিব সজিব। 

বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মো. জাহেদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. আব্দুল হালিম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. আব্দুল বারী সরকার, উপজেলার জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মো. নুর আলম মুকুল, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শচিন্দ্র নাথ বর্মন ও দৈনিক মানবজমিন প্রতিনিধি সাওরাত হোসেন সোহেল প্রমুখ। 

সভায় চুরি, মাদক নিয়ন্ত্রণ, বালুর ব্যবসা বন্ধকরণসহ আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা হয়। পরে উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

টিএইচ